চাকরি চলে যাওয়ায় ক্ষোভে পাঁচজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের উইসকন্সিন অঙ্গরাজ্যে স্থানীয় সময় বুধবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, মিলওয়াউকি শহরে পাঁচজনকে হত্যার পর ওই ব্যক্তি নিজেও আত্মঘাতী হয়েছেন। ওই ব্যক্তির বয়স ৫১ বছর। ওই ব্যক্তি নিজের গুলিতেই আত্মঘাতী হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
মিলওয়াউকি শহরের মেয়র টম বেরেট বলেন, নিহত পাঁচজন আজ অন্যসব দিনের মতোই কাজে গিয়েছিল। তারা ভেবেছিল যে তারা সব কাজ শেষ করে নিজেদের পরিবারের কাছে ফিরবে। কিন্তু তারা ফেরেনি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে তারা আর কখনওই ফিরবে না।
সাংবাদিকদের উদ্দেশে রেবেট বলেন, অন্যান্য কর্মীদের কাছে এটা একটা ভয়ঙ্কর দিন। যারা এই লোকজনের খুব ঘনিষ্ঠ ছিলেন তাদের জন্য এই পরিস্থিতি খুব কঠিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, সেখানে শঙ্কা বা আতঙ্কের কিছু নেই।
এই ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। একটি বিশাল কমপ্লেক্সে আচমকা হামলা চালায় হামলাকারী। সেখানে কমপক্ষে ছয় শতাধিক মানুষ কাজ করছিল। মিলারকোরস নামের একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান সম্প্রতি প্রায় ৫শ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
চাকরিচ্যুত হওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশের তরফ থেকে কিছু জানা যায়নি।
সূত্র: জাগো নিউজ
প্রতিনিধি