Home » থমথমে দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২৮

থমথমে দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২৮

ভারতের রাজধানী দিল্লি থমথমে। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-এর সমর্থনকারী ও বিরোধিতাকারীদের মধ্যে সংঘর্ষ থেকে সেখানে দাঙ্গা সৃষ্টি হয়েছে। মুসলিমদের মসজিদ, বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। লুটপাট হয়েছে। পাল্টা অভিযোগ করা হয়েছে হিন্দুদের পক্ষ থেকে। এ সময় পুলিশ দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ উঠেছে। গতকাল নিহতের সংখ্যা ২৪ থাকলেও আজ বৃহস্পতিবার সে সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবারও দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শীর্ষ স্থানীয় বেশ কিছু রাজনৈতিক নেতা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে পরিস্থিতি নজরদারি করতে নয়া দিল্লির উত্তর-পূর্ব এলাকার বিভিন্ন স্থানে ফ্লাগ মার্চ করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। তাদেরকে সঙ্গে রায়ট গ্যাস ও ব্যাটন বা লাঠি রাখতে বলা হয়েছে।

দিল্লিতে নতুন নিয়োগ দেয়া হয়েছে পুলিশের স্পেশাল কমিশনার এসএন শ্রীবাস্তবকে। তিনিও উত্তর-পূর্বের সহিংসতাকবলিত এলাকার পরিস্থিতি আমলে নিয়েছেন। জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরি, জোহরি এনক্লেভ এবং শিব বিহার সহ বিভিণœ এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। বুধবার সন্ধ্যায় ওইসব এলাকা পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া।

অন্যদিকে এসব নিয়ে শুনানি করছিলেন দিল্লি হাইকোর্টের বিচারক মুরালিধর। তাকে নিয়মিত চর্চার অংশ হিসেবে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছে দিল্লি বার কাউন্সিল।

 

সূত্র: মানবজমিন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *