Home » আতঙ্কে আছি, পুলিশ কিছু করছে না

আতঙ্কে আছি, পুলিশ কিছু করছে না

অনলাইন ডেস্ক

: উত্তাল দিল্লির উপদ্রুত এলাকা ঘুরে দেখছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ বুধবার তিনি পরিদর্শনে নামেন। এ সময় বোরকা পরা এক তরুণী নিজের আর্জি নিয়ে আসেন তার কাছে। নালিশের সুরে বলেন, ‘আতঙ্কের মধ্যে রয়েছি। পুলিশ কিছু করছে না।’

তরুণীর নালিশ শুনে তাকে আশ্বস্ত করেন অজিত। পরে সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেন। জানান, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তিনি পরিদর্শনে এসেছেন।

আজ বুধবার উত্তর-পূর্ব দিল্লি পরিদর্শন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এদিন দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান দিল্লিবাসীকে। বিকেলে দিল্লির বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন অজিত ডোভাল।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজগঞ্জের গলি-মহল্লায় ঢুকে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন অজিত। কোথাও কোনো জটলা দেখলে এগিয়ে গিয়ে কথাও বলেছেন। একটি ভিড় দেখে সেখানে গিয়ে নারীদের তিনি বলেন, ‘সম্প্রীতির ভাব বজায় রাখুন। আমাদের একটাই দেশ। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

পরে সাংবাদিকদের সময় কথা বলতে শুরু করেন অজিত ডোভাল। এ সময় বোরকা পরা ওই তরুণী তার কাছে অভিযোগ নিয়ে আসেন। সংঘাতের কারণে তিনি আতঙ্কের আছেন, পুলিশ কিছু করছে না বলে জানান। সঙ্গে এও বলেন, ‘পড়াশোনা করতে পারছি না। রাতে ঘুমাতে পারছি না।’

এ সময় অজিত তাকে আশ্বস্ত করেন। বলেন, ‘পুলিশ মোতায়েন রয়েছে। চিন্তার কোনো কারণ নেই।’ ওই তরুণী আবার বলেন, ‘পুলিশ কিছুই করছে না।’ তখন বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

সাংবাদিকদের তিনি বলেন, ‘পরিস্থিতি ততটা ভয়াবহ নয়। জাফরাবাদেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে। গুলি চলেছে। কিন্তু আমি এলাকায় ঘুরে দেখলাম। সব ঠিকই আছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ কেউ অশান্তি চান না। তারা শান্তি ও সম্প্রীতির পরিবেশেই থাকেন। কিছু দুষ্কৃতী সেটা নষ্ট করার চেষ্টা করে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *