Home » হবু স্ত্রী প্রিয়ন্তির সঙ্গে সৌম্যর ‘না বলা গল্প’

হবু স্ত্রী প্রিয়ন্তির সঙ্গে সৌম্যর ‘না বলা গল্প’

প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথ পূজার আজ বুধবার সাত পাকে বাঁধা পড়বেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। এর আগে প্রিয়ন্তীর সঙ্গে তার সাক্ষাৎ, চিঠি, উপহার আদান-প্রদান দিয়ে মুখ খুলেছেন সৌম্য। হবু স্বামীর সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন প্রিয়ন্তী। গতকাল সৌম্য তার ফেসবুক পেজে দুজনের একটি ভিডিও শেয়ার করেন।

প্রিয়ন্তী জানান, আমাকে প্রস্তাব দিয়েছিল বোনের সংবর্ধনায়। একদম ভোরবেলায়, ৪টা ১৪তে।’ পাশে বসে থাকা সৌম্য বলেন, ‘ষোলো (৪টা ১৬)।’ পূজার বলেন, ‘তুমি তাহলে মনে রেখেছ! আমি আসলে তোমাকে পরীক্ষা করছিলাম।’
হবু স্বামীর প্রশংসা করে প্রিয়ন্তি বলেন, এমনিতে সে মিষ্টি ছেলে। আমাদের ঝগড়া বেশিক্ষণ টেকে না। ঝগড়া হয়, ঠিক হয়ে যায়।

সৌম্য বলেন, ‘সে যখনই আসে, আশা করে আমি তাকে বলব, ‘খুব সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে।’ আমি বলি না তাকে এবং সে এ জিনিসটা নিয়ে সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতেই থাকে।’ অভিযোগ সুরে প্রিয়ন্তিও বলে উঠলেন, কখনোই বলে না, কখনোই বলে না!

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *