মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মাঝেই ফের অশান্ত রাজধানী। নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপূর্ব দিল্লি রীতিমত রণক্ষেত্র হয়ে ওঠে। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনজনের এখনও অবধি মৃত্যু হয়েছে। পরিস্থিতিতে নজর রেখে দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া মঙ্গলবার উত্তরপূর্ব দিল্লির সব সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই ন্য়, ওই অঞ্চল লাগোয়া জায়গায় বোর্ডের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া জানিয়েছেন, “আমি মানবস্মপদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে কথা বলেছি”।
একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতি গোটা দিল্লিজুড়ে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দিল্লির ১০টি এলাকায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
সরকারি একটি সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত থাকাকালীন যাতে এই ধরনের ঘটনা ঘটে, সেটা পরিকল্পনামাফিকই করা হয়েছে। যদিও আরও উচ্চপর্যায়ের তদন্ত করে এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেছেন এক পদস্থ অফিসার।
স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। তিনি বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উচ্চপদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন।’ ঘটনাটি ঘটে উত্তর-পূর্ব জাফরাবাদের মৌজপুর ও ভজমপুরা এলাকায়। জানা যাচ্ছে ইটের আঘাতে মৃত্যু হয়েছে রতনলাল নামে এক পুলিশের হেড কনস্টেবলের।
পরিস্থিতি দেখে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, দিল্লির বিভইন্ন এলাকায শান্তি ও সম্প্রীতি ব্য়াহত হচ্ছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি।
নির্বাহী সম্পাদক