Home » সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র দিল্লি, কনস্টেবলের মৃত্যু

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রণক্ষেত্র দিল্লি, কনস্টেবলের মৃত্যু

অনলাইন ডেস্ক

: ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ফের উত্তপ্ত দিল্লি। সোমবার রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রতনলাল নামে এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে গুলিবিদ্ধ হয়েই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিক্ষোভকারীরা একাধিক গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *