Home » মায়ের গণধর্ষণ মামলা তুলে না নেয়ায় মেয়েকেও গণধর্ষণ করলো ইউপি চেয়ারম্যান

মায়ের গণধর্ষণ মামলা তুলে না নেয়ায় মেয়েকেও গণধর্ষণ করলো ইউপি চেয়ারম্যান

গত ১৩ ফেব্রুয়ারী দাখীল পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে বাংলাবাজার এলাকায় অটো থেকে তুলে নিয়ে ভোলার উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন লিটন ও তার দলবল মিলে মাদ্রাসা ছাত্রী জাকিয়া আক্তার মুন্নীকে গণধর্ষণ করে। ঘটনাস্থল থেকে স্বয়ং পুলিশ ধর্ষিত মুন্নীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু ধর্ষণের ৮ দিন অতিবাহিত হওয়ার পরও কোন মামলা নেয়নি পুলিশ। প্রসঙ্গত এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে এই চেয়ারম্যান ইয়াছিন লিটনের দ্বারা গণধর্ষণের শিকার হন ভিকটিমের মা এবং সেই সময় মুন্নী নিজে বাদী হয়ে মায়ের ধর্ষণ মামলা করেন। তারপর থেকে চেয়ারম্যান ও তার দলবল নানা ভাবে হুমকি-ধামকি দিতে থাকে মামলা তুলে নিতে। কিন্তু মামলা তুলে নেয়নি মুন্নি। গত ২৫ জানুয়ারী সেই মামলার একজন আসামীকে পুলিশ ধরলে চেয়ারম্যান চটে গিয়ে দলবল নিয়ে মুন্নিকেও তুলে নিয়ে গণ-ধর্ষণ করেন। মুন্নিকে দেখতে হাসপাতালে গিয়ে মুন্নী ও তার মায়ের শিকারোক্তীর লাইভ ভিডিও ধারণ করেন বাংলাদেশ ডেমোক্রেটিক ইউনিটির একজন সদস্য এবং ভিডিওটি মুহূর্তের মধ্যে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সূত্র: অরবিট টাইমস

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *