করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে রবিবার আরো ১৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, দেশব্যাপী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ জনে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এতে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জন। আর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৭ জন।
এদিকে, তুরস্ক, পাকিস্তান এবং আর্মেনিয়া রোববার ইরানের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। কারণ ইরানে আরও করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে প্রতিবেশী দেশ আফগানিস্তানও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে, ইতালিতে কমপক্ষে ১৫২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। দেশটিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সূত্র : আল-জাজিরা
প্রতিনিধি