মাশরাফি বিন মোর্ত্তজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণার বিষয়টি জানানো হয়।
এই দলে দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। আগামী ১ মার্চ থেকে সিলেটে শুরু হবে এই ওয়ানডে সিরিজ।
মাশরাফি দেশের হয়ে সর্বশেষ খেলেছেন বিশ্বকাপে, ২০১৯ সালের ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে। দেশের মাটিতে খেলেছেন আরও ১৫ মাস আগে ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
অধিনায়ক হিসেবে মাশরাফির এটাই হতে পরে শেষ খেলা। আগামী মাসে বিসিবি নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আল-আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
প্রতিনিধি