অনলাইন ডেস্ক
: আজ ২৪ ফেব্রুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরাড কুশনার।
মার্কিন প্রেসিডেন্টের সফরকে ঘিরে এলাহি কাণ্ড হচ্ছে ভারতে। আহমেদাবাদে মাত্র তিন ঘণ্টার সফরেই খরচ হচ্ছে ভারতীয় মুদ্রায় ১০০ কোটি।
খাবারের আয়োজনে থাকছে ট্রাম্পের পছন্দের সব খাবার। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে নীচের মেন্যুগুলোই থাকছে ট্রাম্পের ভারত সফরে।
চকলেট শেক, সঙ্গে ডায়েট কোক।
ফিলেট টু ফিশ স্যান্ডুইচ খেতে ভালবাসেন তিনি।
বেকন অ্যান্ড এগ, সঙ্গে সি-ফুড।
যেকোনো ধরণের স্টেক খেতেও বেশ ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট।
তার পছন্দ অনুযায়ী তালিকায় রয়েছে ম্যাক ডোনাল্ডের বিগ ম্যাক।
তার পছন্দের তালিকায় রয়েছে পিৎজাও।
কেএফসি’র চিকেন ফ্রায়েড বাকেট।
আলুর চিপসও খেতে পছন্দ করেন তিনি।
খাবারের শেষে চকোলেট কেক বা চেরি ভ্যানিলা আইসক্রিম পছন্দ করেন তিনি।
তবে কফি, চা এবং মদ অপছন্দ তার। তাই এই ধরণের পানীয় থাকছে না তার খাবারের মেন্যুতে।
প্রতিনিধি