Home » নাজমুলের ক্যারিয়ারের প্রথম ফিফটি

নাজমুলের ক্যারিয়ারের প্রথম ফিফটি

অবশেষে নিজের টেস্ট ফিফটির দেখা পেলেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। চার ম্যাচের ৭ম ইনিংসে এসে এই মাইলফলক ছুঁলেন তিনি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নিতে শান্ত খেলেছেন ১০৮ বল। হাঁকিয়েছেন ৬টি বাউন্ডারি। চা বিরতির আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২০ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ১৪৫ রানে।

জিম্বাবুয়ের ২২৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে দুই ইনিংসে ব্যর্থতার পর দেশের মাটিতেও ইনিংস বড় হয়নি সাইফ হাসানের। ভিক্টর নাউচির বলে ফিরেছেন মাত্র ৮ রান করে। ১৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপর তামিম-নাজমুল মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন। জুটিতে ৭৮ রান আসতেই আবার ছন্দপতন। ডোনাল্ড ত্রিপানোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৪১ রান করা তামিম ইকবাল।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন প্রিন্স মাসভাউরে (৬৪) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১০), সিকান্দার রাজা (১৮) বড় ইনিংস খেলতে পারেননি। তবে সবার বিপরীতে দাঁড়িয়ে ২১৩ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় দিন প্রথম সেশনেই অল-আউট হয় জিম্বাবুয়ে। ৪টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ আর নাঈম হাসান। ২টি নিয়েছেন তাইজুল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *