Home » প্রেক্ষাগৃহে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বইবে ১৩ মার্চ

প্রেক্ষাগৃহে ‘ঊনপঞ্চাশ বাতাস’ বইবে ১৩ মার্চ

পোস্টার, টিজার ও গানের পর এবার প্রকাশ হলো নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র ট্রেলার। গতকাল সন্ধ্যায় ৩ মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি প্রকাশের পর এটি ঘিরে তৈরি রহস্য। দর্শকচিন্তায় তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা। অনুমান করা যাচ্ছে না- এর গল্পটি আসলে কী! রহস্য, ভৌতিক, প্রেমময় নাকি সায়েন্সফিকশন?

নির্মাণের পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নয়, সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ মার্চ।

‘ঊনপঞ্চাশ বাতাস’র গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। ২ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন ইমতিয়াজ বর্ষণ। এতে থাকছে মোট পাঁচটি গান। একটি গান করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীনের প্রতিষ্ঠাতা ও দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে ‘ঊনপঞ্চাশ বাতাস’ প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *