Home » চীনের পর করোনা ভাইরাস, দক্ষিণ কোরিয়ায় দ্রুত ছড়াচ্ছে

চীনের পর করোনা ভাইরাস, দক্ষিণ কোরিয়ায় দ্রুত ছড়াচ্ছে

অনলাইন ডেস্ক

: চীনের পর এবার দক্ষিণ কোরিয়ায় দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এক দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরো ২২৯জন। শনিবার দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সাই-কিয়ুন এমন পরিস্থিতিকে কববের মত বলে আখ্যায়িত করেছেন। চীনের পর করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়াতেই।

কর্তৃপক্ষ জানায়, বেশিরভাগ আক্রান্তই দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত দায়েগু শহরের। সেখানে একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় এই পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ হাজার ২শ ৮৮ জনে দাঁড়িয়েছে । পাশপাশি চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩ শ ৪৫ জনে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।রয়টার্স।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *