একুশে ফেব্রুয়ারি ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা উপকরন বিতরন করেছে আজ (২১,০২,২০ ইং) ব্লাড ডোনার টিম সিলেট বাংলাদেশ এর পক্ষথেকে ক্ষুদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় ব্লাড ডোনার টিম সিলেট বাংলাদেশ এর উপদেষ্টা এফ এম মোনালিসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক সারিফ,সামিহা আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার টিম সিলেট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সুরাইয়া বকুল বুশরা, সহ সাংগঠনিক সুফিয়ান,তামিম,সুমা প্রমুখ।
এ সময় তারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারবে না। আমাদের ভাষাকে শুদ্ধ ভাবে চর্চা করতে হবে এবং এই মাতৃভাষার সাথে যেব অন্য ভাষার সংমিশ্রণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন।
তাছাড়া ব্লাড ডোনার টিম দীর্ঘ দিন যাবৎ মানুষের সেবার দূত হিসেবে কাজ করে যাচ্ছে।