Home » ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, সাকিব-মুশফিক-তামিমদের

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, সাকিব-মুশফিক-তামিমদের

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করছেন দেশের সকল শ্রেণির মানুষ।

কেউ শহীদ মিনারের বেদিতে সরাসরি ফুল দিয়ে, আবার কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরাও নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সাকিব আল হাসান লিখেছেন-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।’

মুশফিকুর রহিম লিখেছেন- ‘আমি বাংলায় কথা বলি…আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

ফাস্ট বোলার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এ ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া সৌম্য সরকারও মাতৃভাষা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *