শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী শনিবার থেকে। এই ম্যাচের জন্য ৫০ টাকা সর্বনিম্ন মূল্য রেখে টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা।
টিকিটের মূল্য
- গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা
- ভিআইপি ৩০০ টাকা
- ক্লাব হাউজ ২০০ টাকা
- সাউদার্ন-নর্দান ৮০ টাকা
- ইস্টার্ন ৫০ টাকা
আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
প্রতিনিধি