Home » চীনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়ালো

চীনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক

: চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৮শ৮৯জন । করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে নতুন করে আরো ৪১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডে মারা গেছেন আরো ১১৮জন। এ নিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২হাজার ২শ৩৬ জনে দাঁড়িয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *