উয়েফা ইউরোপা লীগের শেষ-৩২’র প্রথম লেগে হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার সুলশারের দল। তবে ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল ১-০ গোলে জিতেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে।
নিজেদের ডেরায় ১৫তম মিনিটে এগিয়ে যায় ক্লাব ব্রুগা। গোল করেন ইমানুয়েল বনাভেঞ্চুরা। ৩৬তম মিনিটে ম্যানেইউকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল। ম্যাচের পর ম্যানইউ কোচ সুলশার বলেন, ‘আমরা একটা গোছানো দলের বিপক্ষে প্রতিকূল পরিবেশে লড়েছি। একটা অ্যাওয়ে গোল আর ড্র নিয়ে বাড়ি ফিরছি। আশা করি আমরা পরের রাউন্ডে উতরাতে পারবো। বৈরি আবহাওয়ায় খেলতে হয়েছে ম্যানইউকে।
বৃষ্টির সঙ্গে দীর্ঘসময় বয়ে যায় ঝড়ো বাতাস। আর বলটাও নাকি খেলোযাড়দের সমস্যায় ফেলছিল। সুলশার বলেন, ‘আপনি খেলোয়াড়দের জিজ্ঞেস করতে পারেন, তারা বলের কোনো সাহায্য পায়নি।’
২৭শে ফেব্রুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানইউ-ক্লাব ব্রুগা।
গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে আর্সেনালের জয়ের নায়ক আলেকজান্দার ল্যাকাজেত। ৮১তম মিনিটে সাকার অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন এই ফরাসি। শেষদিকে সক্রেটিসের হেড বারে আঘাত হানায় দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয় গানাররা। আগামী ২৭শে ফেব্রুয়ারি এমিরেটস স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নামবে দু’দল।
এদিকে, লুডোগুরেটসের মাঠে ২-০গোলে জিতে শেষ ষোলোতে এক পা দিয়ে ফেলেছে ইন্টার মিলান। দুটি গোলই দ্বিতীয়ার্ধে। ৭১তম মিনিটে প্রথম গোল করেন শীতকালীন দলবদলে টটেনহ্যাম ছেড়ে ইন্টারে যোগ দেয়া ক্রিস্টিয়ান এরিকসেন। আর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান বেলজিক তারকা রোমেলু লুকাকু।
প্রতিনিধি