বৃহস্পতিবার রাতে ঘড়ির কাঁটা যখন ১২টা পেরিয়ে যাবে, বাঙালি জাতির সামনে চলে আসবে একুশের প্রথম প্রহর। শুরু হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ২১শে ফেব্রুয়ারি।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে সিলেটে। ধোয়ামোছা করে প্রস্তুত রাখা হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারকে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, সম্প্রতি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়। শহীদ মিনারের ব্যবস্থাপনাসহ যাবতীয় দায়িত্ব এখন সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষের।
এবারই প্রথমবারের মতো সিসিকের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কোনোও জাতীয় দিবস পালন করা হবে। ফলে সিসিক শহীদ মিনারকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রস্তুত করেছে। আজ বৃহস্পতিবারের মধ্যে শহীদ মিনারে ধোয়ামোছা তথা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এছাড়া শহীদ মিনার এলাকায় আলোকসজ্জাও করা হয়েছে।
সিসিকের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস বলেন, একুশে ফেব্রুয়ারি পালনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এখন প্রস্তুত। আমরা দিবসটি পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করেছি। রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে শ্রদ্ধা নিবেদন।’
এদিকে, শহীদ দিবস পালনকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব ও পুলিশ। শহীদ মিনারে বসানো হয়েছে সিসি ক্যামেরা। শহীদ মিনার এলাকায় যান চলাচলও সীমিত করা হয়েছে। রাত থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল। এছাড়া আশপাশের এলাকায় বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে পুলিশ।
প্রতিনিধি