ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ২-০ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হামের বিপক্ষে স্বাগতিকরা ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায়। ৩০তম মিনিটে ডে ব্রুইনের কর্নারে সফল হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
৬২তম মিনিটে বের্নার্দো সিলভার বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে নিচু শটে জালে ডড়ান ডে ব্রুইনে। ম্যাচ জুড়ে রক্ষণ সামলাতে ব্যস্ত সফরকারীরা লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের দল।
২৬ রাউন্ড শেষে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
প্রতিনিধি