অনলাইন ডেস্ক
: জার্মানিতে পৃথম দুটি সিসাবারে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ে বন্দুকধারীরা এ হামলা চালায়। তবে হামলাকারীরা পালিয়ে গেছে। পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছে।
প্রাথমিক হামলার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্রতিনিধি