বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় উত্তরভাগ রাজনগর মৌলভীবাজার সার্বজনীন দুর্গামন্দিরে ৪ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান ১১তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য গত ৩ জানুয়ারি এক পরিচালনা পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীযুক্ত সাগর কৃষ্ণ দাসের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, যজ্ঞ পরিচালনা করবেন শ্রী কৃষ্ণ দাস ব্রজবাসী, রাত ৭টা ১ মিনিটের সময় হরিনাম যজ্ঞের মঙ্গলঘট স্থাপন, সাড়ে ৭টায় হরিনাম যজ্ঞের শুভ উদ্বোধন, রাত ৯টায় শ্রী মনুলাল সরকার ও স্থানীয় কীর্তনীয়াবৃন্দের পরিবেশনায় হরিনাম যজ্ঞের শুভ অধিবাস, ২৬ মার্চ বৃহস্পতিবার ব্রাহ্মমূহুর্ত হতে ষোলপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শোভারম্ভ ও দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, ২৭ মার্চ শুক্রবার শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ ও দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, ২৮ মার্চ শনিবার সকাল ১০টায় নগর পরিক্রমা শেষে দধিভান্ড ভঞ্জন ও ধূলিমাখা, হরিনাম যজ্ঞের সমাপন ও মহাপ্রসাদ বিতরণ। শ্রী শ্রী নামসুধা পরিবেশনায় থাকবেন সুনামগঞ্জের বেহেলী শ্রী নারায়ন সম্প্রদায়, গোলাপগঞ্জের শ্রী দেব-দেবী সম্প্রদায়, কিশোরগঞ্জ নিকলির শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, কুমিল্লার শ্রী মা সিদ্ধেশ্বরী সম্প্রদায় ও কিশোরগঞ্জের শ্রী গোপীনাথ জিউল সম্প্রদায়।
১১তম বর্ষে পা দেওয়ায় রাজনগর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ন এই অনুষ্ঠান সাজানো হয়েছে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, সংকীর্তন ও মঙ্গল শোভাযাত্রা দিয়ে।
উক্ত ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সফল ও স্বার্থক করে তোলার জন্য পরিচালনা পরিষদের সভাপতি মনুলাল সরকার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার দাস দেশ-বিদেশের সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক