সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার আয়োজনে ১৮ ফেব্রুয়ারী ২০২০ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ৬ষ্ঠ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় আলোচনা সভা ও সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাস থেকে বাংলাদেশের কোথায়ও আমাদের নিজস্ব অনুষ্ঠানে কোনরূপ অপসংস্কৃতি যাতে ব্যবহার করা না হয় সেদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করা হয়। সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ করা হয় বাংলাদেশের প্রতিটি অনুষ্ঠানে সব ধরণের অপসংস্কৃতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মুখলিছুর রহমান, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সম্মানিত সদস্য কবি মোঃ বাহাউদ্দিন বাহার, যোগাযোগ সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উললাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রমজান আহমদ সাকিল, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, যুবনেতা রফিকুল ইসলাম, মোঃ ইমন আহমদ ও আব্দুল মুকিত।
উলেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১০টার মধ্যে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি বন্ধে ও সর্বস্তরের নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে মাননীয় মহা-পরিচালক, দুর্নীতি দমন কমিশন (মাধ্যমঃ মাননীয় জেলা প্রশাসক, সিলেট) বরাবরে স্মারকলিপি প্রদানের আয়োজনে সংস্থাদ্বয়ের প্রত্যেক সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উললাহর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
নির্বাহী সম্পাদক