অনলাইন ডেস্ক : রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উলুছড়ি এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা দলের সাঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় সংস্কারপন্থিদের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন চাকমা নিহত হন। খবর পেয়ে দ্রুত যৌথবাহিনীর একটি দল। ঘটনাস্থলে গেছেন ।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করতে সময় লাগবে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে ।
প্রতিনিধি