২০ বছরের ইতিহাসে এই প্রথমবার এমনটা হল। সোমবার বার্লিনে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের মঞ্চে ইতিহাস গড়লেন লিওনেল মেসি এবং ফরমুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটন। প্রথমবার দুজনকে সেরা ক্রীড়াবিদের সম্মান দেওয়া হল লরিয়াসের মঞ্চে।
ভোটাভুটিতে সমান ভোট পেয়েছেন দুজনেই-মেসি এবং হ্যামিলটন। এই প্রথমবার কোনও ফুটবলার লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিলেন। প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস পুরস্কার জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চে হাজির ছিলেন না মেসি।
তবে এক ভিডিয়ো বার্তায় মেসি জানিয়েছেন, এই পুরস্কার পেয়ে তিনি গর্বিত।বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ হয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস। বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে ২০১৯ সালে বিশ্বকাপ জেতা দক্ষিণ আফ্রিকার রাগবি দল।
প্রতিনিধি