Home » শিলাবৃষ্টি ও বজ্রপাতের হওয়ার আশঙ্কা

শিলাবৃষ্টি ও বজ্রপাতের হওয়ার আশঙ্কা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: হঠাৎ করেই বাড়তে শুরু হয়েছে দেশের তাপমাত্রা। সেইসঙ্গে যোগ হচ্ছে শিলাবৃষ্টি। যেন অস্থির হয়ে উঠেছে প্রকৃতি আবহাওয়া,কালবৈশাখীর এ মৌসুমে শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে  ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির হবার আশঙ্কা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ বলেন কোনো কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে বাষ্পীয় ফলে জলীয়কণা ওপরে উঠে শিলায় পরিণত হয় এবং বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ে। শিলা বৃষ্টি সাধারণত কালবৈশাখীর মৌসুমেই ঘটতে দেখা যায়।

এ বিষয়ে আবদুর রহমান বলেন, বড় আকারের শিলাগুলো খুবই বিপদজনক। এধরনের শিলাগুলো অনেক ওপর থেকে পড়ে বলে আঘাতটা বেশি জোরালো হয়। এতে মানুষ মারাও যেতে পারে। এর আগে গোপালগঞ্জে প্রায় দুই কেজি ওজনের শিলা পড়েছিলো।

তিনি আরও বলেন, মূলত এপ্রিল থেকে মে মাস কালবৈশাখীর মৌসুম। এসময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে।

বৈশাখের প্রথম দিন বিকালের দিকে কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এসময়ে প্রচুর বজ্রপাতও হয়। ঝড়-বৃষ্টির সময় মানুষকে সতর্ক থাকা উচিত।

আবহাওয়া অফিসের আগামী তিন মাসের পূর্বাভাসে বলা হয়, অন্য বছরগুলোর তুলনায় এবার অধিক পরিমাণ শিলাবৃষ্টি এবং বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

তাছাড়া ঝড়ের সময় খোলা স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কতা জানানো হয়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *