নারায়ণগঞ্জের সিদ্ধীরগঞ্জে গ্যাসের আগুনে এক পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। সোমবার ভোরে সিদ্ধীরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- নূর জাহান (৬০), কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তার হোসেন (২০), কাওসার হোসেন (১৬), আপন (১০) ও লিমা (৩)।
আগুনের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। দগ্ধদের এক স্বজন জানান, ওই পরিবারের সদস্য ইলিয়াস ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরালে আগুনের সূত্রপাত হয়। ঘর বন্ধ থাকায় লিকেজ থেকে হয়তো গ্যাস জমে ছিল।
অপরদিকে সিদ্ধীরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই পরিবারের সদস্যরা দগ্ধ হয়েছেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি।সুত্র: ইত্তেফাক
প্রতিনিধি