অনলাইন ডেস্ক
: স্কুল থেকে ফেরার পথে গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো চার শিশুর। তাদের মধ্যে বছর তিনেকের একটি মেয়েও রয়েছে। বাকিদের বয়স ১০ থেকে ১২-র মধ্যে। শনিবার ভারতের পাঞ্জাবের সঙ্গরুর জেলার কাছে লঙ্গোয়াল-সিদসমাচার রোডের উপরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শনিবার স্কুল থেকে ১২টি শিশুকে নিয়ে ফিরছিল মিনি ভ্যানটি। হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটিকে জ্বলতে দেখে আশপাশের খেত থেকে ছুটে আসেন অনেকেই। তাদের তৎপরতায় কোনও মতে উদ্ধার করা হয় আটটি শিশুকে। তবে বাঁচানো যায়নি ওই চার জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। প্রাথমিক ভাবে জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। টুইটারে দোষীদের কঠিন শাস্তির নির্দেশও দিয়েছেন।পাঞ্জাবের শিক্ষামন্ত্রী ও সঙ্গরুর বিধায়ক বিজয় ইন্দ্র সিঙ্গলা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন । সুত্র: আনন্দবাজার।
প্রতিনিধি