কাউন্সিলার আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টে‘র আজকের খেলা‘য় “শুদ্ধবার্তা২৪ডটকমের” ৩য় রাউন্ড
খেলায় (রুকন খান ওসমানী নগর) কে ১গোলে হারিয়ে জয় লাভ ।
দর্শককে মন মাতিয়ে আজকের আজাদ কাপ ফুটসালে ৩য় রাউন্ড খেলায় দুর্দান্ত জয় পেয়েছে শুদ্ধবার্তা২৪ডটকম দল।
শনিবার সন্ধ্যার পর নগরীর টিলাগড় পয়েন্ট মাঠে রুকন খান ওসমানী নগর ১–০গোলে উড়িয়ে দেয় শুদ্ধবার্তা২৪ডটকম।
আজাদ কাপ ফুটসালের গ্রুপ পর্বের এটি ছিল শুদ্ধবার্তা২৪ডটকম–এর ৩য় রাউন্ড ম্যাচ।
শুদ্ধবার্তা২৪ডটকম দলে ছিলেন সাকিল আহমদ (অধিনায়ক),জুবায় আহমদ,সোমন,আবু নাছির,শেকুল , ।
শুদ্ধবার্তা২৪ডটকমের ও রুকন খান ওসমানী ম্যাচের ফুটসাল টুর্নামেন্টে‘র খেলা উপভোগ করেন আজকের অনুষ্ঠানের প্রধানআকর্ষন যুব–বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলের স্বনামধন্য ক্রিকেটার সিলেটের বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তানতানজিম হাসান সাকিব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃমিসবাহ উদ্দীন সিরাজ, সাবেক সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ,কাউন্সিলারআজাদুর রহমান আজাদ সহ নেতৃবৃন্দ।
উপস্থিথ ছিলেন শুদ্ধবার্তা২৪ডটকম এর সম্পাদক আবু সুফিয়ান ,নির্বাহী সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম,বার্তা বিভাগ প্রধানআশফাকুর রহমান, প্রতিনিধি মাহফুজ আহমদ, মাহফুজ বিন ইসহাক, মহন দাস,বিশ্বনাথের ছাএলীগ নেতা আবুল হোসেন।আর ছিলেন সুয়েব ,রেদুয়ান প্রমুখ ।