সাব্বির, মুহিন ও আলম স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শাহী ঈদগাহ হাজারীবাগস্থ আলতাব মেম্বারের কলোনী মাঠে হাজারীবাগ এলাকাবাসীর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।
খেলা পরিচালনা কমিটির সদস্য স্বপন আহমদের সভাপতিত্বে ও সাজুল করিম, রাজিব আহমদ ও তারেক হাসান সোহাগের যৌথ পরিচালনায় এতে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল নুর, হাজী কুতুব উদ্দিন, ফারুক আহমদ ফজলুল হক, বাবর আহমদ, আমিনুর রহমান পাপু, সাজু আহমদ, স্বপন আহমদ, তুয়েলুর রহমান শিপন, শফিকুল হক স্বপন, স্বপন আহমদ(প্রবাসী), সাজুল করিম, আতিকুর রহমান তপু, রাজিব আহমদ, রিপন, হৃদয়, তুহিন, মান্নান, শান্ত, নাজিম প্রমুখ।
উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যেম সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। খেলাধুলার মূল কথা হল প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। স্বাস্থ্য ও মনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে খেলাধুলার। সুস্থ দেহ মানেই সুস্থ মন। তাই প্রতিটি পাড়া মহলায় এই ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে। তাই সমাজের বিত্তশালীদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়।
খেলায় ব্ল্যাক এন্ড হোইয়াট হাজারীগ- তাপাতাপা আরামবাগকে ৪৩ রানে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুল জলিল জুয়েল। উক্ত টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক