বিশ্বজয় করেই নিজ জন্মস্থানে পা রাখলেন সিলেটের বালাগঞ্জের কৃতিসন্তান সাকিব । যুব বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
তিনি গতকাল সন্ধ্যায় সাকিবের বাড়ি উপজেলার তিলকচানপুরে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন-বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণসম্পাদক তুহিন মনসুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, ছাত্রনেতা শামীম আহমদ,তারেক আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা শুকুর, ছাত্রনেতা ইমরান আহমদ প্রমুখ।