শিউলি রউফ।একজন সফল নারী উদ্যোক্তর তিনি ঢাকা মিরপুর ১১, ৪নং রোড তে একজন নারী ব্যবসা, শিক্ষা–দীক্ষা ওসামাজিকতাসহ সর্বগুণে গুণান্বিতা।
এ ছাড়া সর্বক্ষণই মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের দুঃখ–দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন । যার ফলেসবার কাছে একজন সফল নারী ব্যবসা হিসেব মানুষজনের কাছে হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়।
তার এই সফলতার মূল শক্তিই হচ্ছে সে নিজে “তিনি বিয়ে ১৩ বছর” পর ‘ওমেন‘স ফ্যাশন ‘ নামে দিয়ে কাজ শুরু করেন ।
তিনি একজন সফল নারী ব্যবসা হিসাবে সাত বছর ধরে ব্যাবসা করতেছেন ।
বর্তমান তাহাঁর লাইক পেইজ এর মাধ্যম বিভিন্ন ড্রেস এর উপর লাইভ করে অনেক জনপ্রিয় ।
তাহাঁর মাধাম্য কার্মসংস্থান সৃষ্টি হয়েছে ২০০ জন যুকদের।
ছোটবেলা থেকে অনেকেই স্বপ্ন দেখেন বড় হয়ে নারী ব্যবসা ও উদ্যোক্তা হবেন। কেউ কেউ সে স্বপ্নকে ছুঁয়ে দেখার স্বাদ পান, কেউআবার পান না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে স্বপ্ন পূরণ তো স্বর্ণের হরিন। আর নারীদের ক্ষেত্রে কল্পনার রাজ্যেও বাধারপাহাড় এসে দাঁড়ায়। এ পরিস্থিতিতেও নারীরা এগিয়ে চলছেন দুর্বার গতিতে। সফল নারীদের মধ্যে শিউলি এক অনন্য ব্যক্তিত্বেরনাম।