সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিযুক্ত হয়েছেন এডভোকেট শ্রী জয়জিত আচার্য্য। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নির্দেশ পত্রে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এডভোকেট শ্রী জয়জিত আচার্য্য বিশ্বনাথ উপজেলার কালিজুরী গ্রামের ডাঃ মৃত জগদীশ আচার্য্য এর ছেলে। পেশাগত জীবনে এডভোকেট শ্রী জয়জিত আচার্য্য ১১ বছর ধরে আইন পেশার সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংস্থার সাথে জড়িত আছেন। এডভোকেট শ্রী জয়জিত আচার্য্য হিলি বার্তা প্রতিনিধিকে জানান, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ সৎ ও নিষ্টার সহিত পালন করতে পারি। তাই আমি সবার কাছে সার্বিক সহযোগিতা একান্তই কামনা করছি।
নির্বাহী সম্পাদক