আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই দলে চ্যাম্পিয়ন বাংলাদেশের তিনজন ও রানার্সআপ ভারতের তিনজন জায়গা করে নিয়েছে। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের আকবার আলীকে।
গতকাল রোববার পচেফস্ট্রুমে ভারতকে যুব বিশ্বকাপের ফাইনালে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতান আকবর আলী। এ জন্য টুর্নামেন্ট সেরা দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাকে।
বিশ্বকাপ সেরা দল : ইয়াশবি জয়সওয়াল (ভারত), ইব্রাহীম জাদরান (আফগানিস্তান), রাবিন্দু রাশান্থা (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহদাত হোসেন (বাংলাদেশ), নাইম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী (বাংলাদেশ, অধিনায়ক), শাফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রাবি বিষনুই (ভারত), কার্তিক তিয়াগি (ভারত), জায়দিন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), আকিল কুমার (কানাডা)।
প্রতিনিধি