পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সিলেট মহানগরের বিভিন্ন থানায় কর্মরত ১০ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে মহানগর পুলিশ।সোমবার দুপুরে মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
গ্রেফতারী পরোয়ানা তামিল, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়, মাদকদ্রব্য ও ছিনতাইকারী গ্রেফতার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের জন্য পুরস্কৃত হওয়া পুলিশ সদস্যরা হলেন জালালাবাদ থানা এসআই সুমন কুমার শীল ও এএসআই মো.ইখতিয়ার উদ্দিন, বিমানবন্দর থানার এসআই অমিত সাহা ও এসআই শেখ মো.ইয়াছিন ভূঁইয়া, শাহপরাণ (রহঃ) থানার এসআই রিপটন পুরকায়স্থ, মোগলাবাজার থানার এসআই/রাজিব কুমার রায় ও এএসআই মো.সেলিম মিয়া, টিএসআই. মো.আকবর হোসেন, ট্রাফিক বিভাগ, এসআই(নিঃ) মো.মাহাবুব আলম মন্ডল ও এসআই (নিঃ) সৌমেন দাস, মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)কে পুরস্কৃত করা হয়।
প্রতিনিধি