এরিক আবিদালের সঙ্গে কথার লড়াইয়ে লিওনেল মেসির অবস্থান যৌক্তিক বলে মনে করেন বার্সেলোনার সাবেক ফুটবলার রিভালদো। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর দলের ফুটবলারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললে অধিনায়ক হিসেবে মেসির ক্ষুব্ধ হওয়ার অধিকার আছে বলেও মনে করেন এই ব্রাজিলিয়ান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবিদাল দাবি করেন, সাবেক কোচ ভালভার্দের সময় ফুটবলারদের অনেকে মাঠে শতভাগ দেননি। ইনস্টাগ্রামে তার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন মেসি। তাদের সঙ্গে আলোচনা করে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন ক্লাব সভাপতি বার্তোমেউ।
আবিদাল সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না করায় পুরো দলের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন উঠছিল বলে মনে করেন রিভালদো। তাই মেসি ঠিক কাজটাই করেছেন বলে মত বিশ্বকাপজয়ী এই ফুটবলারের, ‘যেভাবে আবিদাল অনুশীলনে খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল তাতে তার ওপর মেসির ক্ষুব্ধ হওয়াটা ঠিকই আছে। বিশেষ করে যখন সে (আবিদাল) নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেনি। নাম উল্লেখ না করায় পুরো স্কোয়াড প্রশ্নের মুখে পড়েছিল। বাইরে থেকে এই পরিস্থিতি নিয়ে কথা বলাটা কঠিন। কিন্তু মেসি শুধু নিজের ও দলের হয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছে।
প্রতিনিধি