Home » আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, যুবাদের উদ্দেশে মাশরাফি

আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, যুবাদের উদ্দেশে মাশরাফি

যুব বিশ্বকাপের ফাইনালে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী। তার হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ, বিশেষত আমার শহরের অভিষেক দাসকে। রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সকল খেলোয়ার ও কোচিং স্টাফকে অভিন্দন। আকবর তুমি দুর্দান্ত। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। কী দুর্দান্ত অর্জন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য এটা সুন্দর মুহূর্ত। অনেক দূর যেতে হবে। ভবিষ্যতে সফলতার জন্য আশীর্বাদ রইলো।’

টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *