Home » জনির চিকিৎসায় ফিফার ৪ লাখ টাকা অনুদান

জনির চিকিৎসায় ফিফার ৪ লাখ টাকা অনুদান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সিলেটের মাসুক মিয়া জনির চিকিৎসার জন্য ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, যেহেতু জনি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েছেন, তাই ফিফা জনির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে।

মাসুক মিয়া জনির পায়ের লিগামেন্ট ছিড়েছিল গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির সময়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। কোচ জেমি ডে তাকে আফগানিস্তানে নিয়ে গেলেও ১০ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে পারেননি বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার।

পরে রাজধানীর একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়েছে। জাতীয় দলের ম্যাচ কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। বাফুফে বিষয়টি ফিফাকে জানালে তার চিকিৎসার জন্য এই ৪ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা আশ্বস্ত করেছে প্রয়োজন হলে আরো অর্থ দেবে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।

অপারেশনের পর এখন মাঠে ফিরতি উদগ্রীব হয়ে আছেন মাঝমাঠের এ কৃতী খেলোয়াড়। তবে তার সহসা খেলতে নামার সম্ভাবনা কম বলে জানা গেছে। আগামী ২৬ মার্চ তার নিজ শহর সিলেট জেলা স্টেডিয়ামে হবে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ। নিজ শহরের ম্যাচটি হয়তো খেলা হবে না জনির।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *