সোবহানীঘাট ও কালিঘাট ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (৮ ফেব্রয়ারি) সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের কথা জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।
তিনি জানান, সোবহানীঘাট ১১ কেভি ফিডার মেরামত ও সংস্কার কাজের জন্য শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা হচ্ছে, জেলরোড, চালিবন্দর, কাষ্টঘর, হোটেল মেট্রো, বিশ্বরোড, বন্দরবাজার, সোবহানীঘাট, আল হারামাইন হাসপাতাল, পপুলার হাসপাতাল, সবজিবাজার ও আশপাশ এলাকা।
কালিঘাট ফিডার সংস্কারের জন্য বিদ্যুৎ থাকবে না পুরাতন হকার্স মার্কেট, নতুন হকার্স মার্কেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাকবাংলা রোড, মহাজনপট্টি, বটেরতল, শুটকিবাজার, মাছিমপুর, ছড়ারপাড় ও আশপাশের এলাকায়।
তবে সংস্কার ও মেরামত কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিনিধি