সিলেটের বই মেলায় বর্তমান সময়ের কবি , গীতিকার ও লেখক এম এ বাসিত আশরাফ এর দ্বিতীয় ইসলামী সংগীতের বই “ মরুর বুকে আলোর নহর ” আসছে বইমেলা-২০২০ এ ।
বইটি প্রকাশ করেছেন ঘাস প্রকাশন ।
২০০৫ সালে কবি এম এ বাসিত আশরাফের প্রথম হামদ ও না’তের বই “ গুলবাগে মদিনা ” প্রকাশিত হয়।
ইতিমধ্যে হাকালুকি প্রকাশনী থেকে তার লেখা “অনাথের হাটে চাঁদের আলো” (২০১৭), এবং নাগরী প্রকাশনী থেকে “অনুশোচনার অনলে দগ্ধ অনন্তকাল” (২০১৮) প্রকাশিত হয়েছে । তাছাড়া ছয়টি যৌথ কাব্যগ্রন্থ এবং সাতটি ইসলামী সংগীতের এলব্যাম বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে ।
জন্ম: সত্তরের দশকে , সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন শেখের গাও গ্রামে । মূল পেশা শিক্ষকতা (UK)। এম এ বাসিত আশরাফ ছাত্র জীবন থেকে লেখালেখির সাথে জড়িত, বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখেন। এছাড়া, দেশ বিদেশে বিভিন্ন সামাজিক স্বাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিভীরভাবে জড়িত । এ সময়ের সবচেয়ে আলোচিত অভিযাত্রিক পত্রিকার উপদেষ্টা (প্রাবন্ধিক) এবং নিউজ পোর্টাল শুদ্ধবার্তার উপদেষ্টা হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন ।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার (ঘাস প্রকাশন) এবং ঢাকার ২১শে বইমেলাতে (৬৮৪) নাম্বার ষ্টলে তার লেখা ইসলামী সংগীতের বইটি পাওয়া যাবে ।
বইটি হাতে পেতে – ফোন করুন: ০১৭১১ ৯৫০৬৮৬ (সম্পাদক মাসিক অভিযাত্রিক)।