কবি অরুন দাস এর প্রথম কাব্যগ্রন্থ “বুকের ভেতর নদী” এর মোড়ক উন্মোচন করা হয় গত পহেলা ফেব্রুয়ারী, ২০২০ বিকাল ০৪.০০ ঘটিকায় মহান একুশে বইমেলায়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। কবির এ কাব্যগ্রন্থে উঠে এসেছে দেশের প্রতি ভালোবাসা, বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা, প্রেমের প্রতি নির্ভরশীলতা তাছাড়া আছে প্রেমিকার কয়েকটি চিঠি ও প্রেমিক প্রেমিকার কিছু খোশগল্প। তিনি একটি কবিতায় লিখেছেন “প্রেয়সী- – যার চোখে এক ফোঁটা জল দেখলে/ তুমি আকাশের কান্না থামানোরও সামর্থ্য রাখতে/তার চোখে আজ সাগর বয়ে বেড়ায়/এই প্রথম জানলাম/সাগর ভেদ করা চোখ দুটো আজ/মৃত্যুকেও আপন ভাবে।
কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের সময় বিভিন্ন কবি-সাহিত্যিক, পাঠক ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
উপস্থিত সময়ে দুই/একটি কবিতা পড়ে কেউ কেউ মন্তব্য করেছেন “আসলেই বুকের ভেতর নদী”। প্রতিটা কবিতায় কেমন যেনো কষ্টের নদী বয়ে যায়।
বইটি পাওয়া যাবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, চৌহাট্টা বইমেলায় মারুফ লাইব্রেরী’র স্টলে এবং ঢাকা বই মেলায় লিটলম্যাগ চত্তর, বুনন স্টলে। স্টল নং-১০৩।