ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের সাথে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বৃহস্পতিবার অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আরতিসহ নানা ধর্মীয় আয়োজন ও আরাধনায় সনাতন ধর্মালম্বীরা দিনটি পালন করেন।
শুক্রবার সন্ধ্যায় প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ট্রাকযোগে মনোমুগ্ধকর আলোক সজ্জায় সজ্জিত করে নগরে শোভাযাত্রা বের করা হয়। ধর্মীয় সংগীত ও নানা বাদ্যের তালে মুখরিত ছিল এই শোভাযাত্রা।
শুক্রবার রাত ৮টায় কোর্ট পয়েন্টে শোভাযাত্রাটি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মৃত্যুঞ্জয় ধর ভুলা, সুব্রত দেব, জগদীশ দাশ, তপন মিত্র, বিধান কুমার সাহা প্রমুখ।
পরে শোভাযাত্রাটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দর বাজার, জেলরোড, নয়াসড়ক, কুমারপাড়া, নয়াসড়ক, চৌহাট্টা, জিন্দাবাজার, জল্লারপার, লামাবাজার হয়ে সুরমা পয়েন্ট এ গিয়ে শেষ হয়। আর শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দু’দিনব্যাপী স্বরস্বতী উৎসব।
প্রতিনিধি