Home » মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রি

মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রি

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম নামক এলাকায় কাক মেরে তাদের মাংস চিকেনের সঙ্গে মিশিয়ে বিক্রি করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে ১৫০টি মৃত পাখি উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রামেশ্বরমে রয়েছে প্রচুর কাক। সেখানকার স্থানীয়রা সম্প্রতি লক্ষ্য করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ওই দুই অভিযুক্ত ব্যক্তি ভাত খাওয়াচ্ছিলেন কাকেদের। কিন্তু এর পরই বেশ কিছু কাক মরতে শুরু করে। তখনই স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।

অফিসাররা তদন্ত করে দেখেন ভাতের সঙ্গে মেশানো বিষের জন্যই মৃত্যু হয়েছে ওই কাকেদের। সেই মরে যাওয়া কাকেদের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন তারা। রাস্তার কাছে থাকা খাবারে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *