Home » এবার আমিরাতে শনাক্ত হলো করোনাভাইরাস

এবার আমিরাতে শনাক্ত হলো করোনাভাইরাস

অনলাইন ডেস্ক

: চীনের প্রাণঘাতী করোনাভাইরাস একের পর এক ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার সংযুক্ত আরব আমিরাতেও একটি পরিবারের সদস্যদের শরীরে শনাক্ত হলো এই ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে আরব আমিরাতে যাওয়া একটি পরিবারের সদস্যরা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

তবে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলেও আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশটির কমিউনিকেশন অফিস আর কোনো মন্তব্য করেনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা সংস্থা ডব্লিউএএমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস আক্রান্তরা এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তবে তারা কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন-তা বলা হয়নি ওই বিবৃতিতে।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে। এ ছাড়া বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও জানা গেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *