সিলেটের জৈন্তাপুরের চিকনাগুলে হাবিবনগর টি এস্টেটে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির জিন্দাবাজার শাখার উদ্যোগে সোমবার ওই এলাকায় শীতার্তদের দরিদ্র ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন বলেন, ‘শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। বিত্তবানদের এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। অসহায় মানুষের কষ্ট নিবারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্ঠা চালিয়ে যাওয়া প্রয়োজন। কারণ নিঃস্বার্থভাবে অসহায় দরিদ্র মানুষের সেবা করাই মানবধর্ম।’ বাংলাদেশকে দারিদ্রমুক্ত ও সুখী দেশ হিসেবে গড়ে তোলতে সরকারের পাশাপাশি অন্যদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার মাকসুদা বেগম। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন ব্যাংক লিমিটেড সিলেটের জিন্দাবাজার শাখা ম্যানেজার হুমায়ূন কবীর, আম্বরখানা শাখা ম্যানেজার মো. আজহারুল ইসলাম, ইসলামপুর শাখা ম্যানেজার উবায়দুর রহমান, জিন্দাবাজার শাখার অপারেশন ম্যানেজার ফাহাদ বিন আব্দুল কুদ্দুস, হাবিবনগর টি এস্টেটের ম্যানেজার এফজাল আহমদ চৌধুরী প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান