অনলাইন ডেস্ক
: রাজধানী ঢাকার মিরপুর ১৪ নম্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মাঠে পুলিশের এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। নিহত কনস্টেবলের নাম শাহ মোহাম্মদ কুদ্দুস। তার বাড়ি হবিগঞ্জে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহ মোহাম্মদ কুদ্দুস নিজের নামে বরাদ্দ করা রাইফেল বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, কনস্টেবল শাহ মোহাম্মদ কুদ্দুস পিওএম ব্যারাকে থাকতেন। আজ ভোরে অন্যান্য কর্মীদের মতো তারও পিওএমের বাইরে দায়িত্ব ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশের অন্য সদস্যেরা তাদের নামে বরাদ্দ করা রাইফেল নিয়ে দায়িত্বপালন করতে গাড়িতে ওঠেন।
তবে সে সময় শাহ মোহাম্মদ কুদ্দুসকে খুঁজে পাওয়া যায়নি। পরে মাঠের এক কোণায় গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, শাহ মোহাম্মদ কুদ্দুসের ব্যবহৃত রাইফেলটি জব্দ করা হয়েছে। মৃত্যুর আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, কুদ্দুস নিজেই এই স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি পারিবারিক অশান্তির কথা লিখেছেন।
প্রতিনিধি