অনলাইন ডেস্ক: জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর-৯৯৯’তে ফোন করে এক বখাটের হাত থেকে রক্ষা পেয়েছে ঝালকাঠির রাজাপুরের এক এসএসসি পরিক্ষার্থী ও তার পরিবার।
বুধবার উপজেলার সাতুরিয়া এলাকা থেকে ইভটিজিংয়ের অভিযোগে নাঈম কাজী (১৯) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। নাঈম ওই গ্রামের ফিরোজ কাজীর ছেলে। স্বজনরা জানান, সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষা ওই ছাত্রী। কিন্তু বিদ্যালয়ে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে প্রতিবেশী বখাটে নাঈম তাকে উত্ত্যক্ত করে আসছিল।
বুধবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে বখাটে নাঈম তাকে জড়িয়ে ধরলেও স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীটির মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বাড়ি ফেরার সময় বখাটে নাঈম পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে নানা ধরনের হুমকি দেয়।
পরে পরীক্ষার্থীর পরিবারটি নিরুপায় হয়ে পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দিলে রাজাপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইভটিজিংয়ের মামলায় ইমনকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রতিনিধি