Home » জগন্নাথপুরে ডাক্তার-নার্সের অবহেলায় শিশুর মৃত্যুের অভিযোগে তদন্ত কমিটি গঠন

জগন্নাথপুরে ডাক্তার-নার্সের অবহেলায় শিশুর মৃত্যুের অভিযোগে তদন্ত কমিটি গঠন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সের অবহেলায় তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ খায়কুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত্যুর শিকার শিশুর বাবা আজিজুর রহমানের লিখিত অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এবিষয়ে গত শুক্রবার স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার শারমিন আরা আশা কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির অপর দুই সদস্য হলেন ডাঃ তারিকুল ইসলাম ও নার্সদের ইনচার্জ জোৎনা সেন। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন দাখিল করবেন।


প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার রানীগন্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের আজিজুর রহমান তার তিন মাসের শিশুপুত্র আমান রহমান গত ১৩ জানুয়ারী হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। ভর্তির পর নার্স টিংকু আচার্য্য শিশুর শরীরের রগে কেনুলা ইনজেকশন না করে শরীরের মাংসে পুশ করেন। এতে শিশুটির শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হলে শিশুর শারীরিক সংকটে পড়ে।

এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমুল সাদাত এবং নার্স কিংবা অন্য কোন চিকিৎসকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এক পর্যায়ে শিশুটির মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা আজিজুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর ডাক্তার, নার্সের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে দাবি করে গত ১৬ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *