Home » সিলেট টিলাগড়ে কার দুর্ঘটনায় আহত রুবেল মারা গেছেন

সিলেট টিলাগড়ে কার দুর্ঘটনায় আহত রুবেল মারা গেছেন

সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার উল্টে আহতদের মধ্যে আরেকজন মারা গেছেন। মারা যাওয়া কলেজ ছাত্রের নাম আরিফুল ইসলাম রুবেল (২৬)। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে টিলাগড়-আম্বরখানা সড়কের এম.সি কলেজ ছাত্রী হোস্টেল সংলগ্ন নবনির্মিত স্পিডব্রেকার ক্রসিংয়ের সময় দ্রুতগতিতে চালানো প্রাইভেট কার উল্টে আহত হন তিন বন্ধু আর ঘটনাস্থলেই প্রাণ হারান নয়ন দাস (২৭) নামের এক ছাত্র।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল ইসলাম রুবেল । এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে টিলাগড়-আম্বরখানা সড়কের এম.সি কলেজ ছাত্রী হোস্টেল সংলগ্ন নবনির্মিত স্পিডব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়াভাবে চালানো প্রাইভেট কারটি উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। রুবেলের শারীরিক অবস্থায় অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

মাহের ও মেহরাব নামের দুইজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বিকেল ৩টার দিকে রুবেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এমসি কলেজের পেছনের ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও কলেজ প্রশাসন সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

ওইসময় রুবেলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে সন্ধ্যার দিকে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী রুবেলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *