শীতের প্রকুপে সবার সহযোগীতায় ২০০টি পরিবারের মধ্যে শীত বস্ত বিতরণ করলো সংগঠন Blood Donor Team Sylhet Bangladesh।
১৯ জানুয়ারী ২০২০ শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সাবেক কাউন্সিল ও মানবাধিকার বিমানবন্দর শাখার সভাপতি আবু নছর বকুল, সিলেট যুব একাডেমীর পরিচালক মাইক সারিফ, শাপলা স্কুলের সামসুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত এলাকার গুর্ণমান্য ব্যাক্তি মামুন সাহেব, সাহরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ব্লাড ডোনার টিম সিলেট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুরাইয়া বকুল বুশরা ও সহ সভাপতি লোকমান তালুকদার।
নির্বাহী সম্পাদক